সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই সরব চিত্রনায়িকা পরীমনি। কাজের খবরের পাশাপাশি নানা ঘটনা বা মূহূর্ত এ মাধ্যমে অনুরাগীদের সঙ্গে শেয়ার করে থাকেন ঢালিউডের আলোচিত এ অভিনেত্রী। কাজের বাইরে পরী এখন তার দুই সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য আর মেয়ে সাফিরা সুলতানা প্রিয়মকে নিয়েই ব্যস্ত থাকেন। সন্তানদের সঙ্গে নানা মুহূর্তের ছবি তিনি প্রায়ই শেয়ার করেন সোশ্যালে। তারই ধারাবাহিকতায় দেখা গেল, এবার দুই সন্তানকে নিয়ে টিকা দিতে হাসপাতালে ছুটে গেলেন পরীমনি। সোশ্যালে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, বোরকা পরে দুই সন্তানকে নিয়ে হাসপাতালের উদ্দেশে রওনা হন পরীমনি। গাড়িতে বসে তাদের দুজনের সঙ্গে অনেক কথাও বলেন তিনি। এরপর আসে হাসপাতালের পর্ব। ভিডিওটির ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘আজকে দুজনের ভ্যাকসিন ছিল। এটা হলো ছোটখাটো একটা যুদ্ধের মতো। আজকে আমার ছোট্ট টিয়া পাখিটা বেশি কান্না করেনি। মুহূর্তের...