বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনকে ঘিরে চলছে নানা আলোচনা–সমালোচনা। এবার এ প্রসঙ্গে মুখ খুললেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বুধবার (১ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করেন। ইশরাক লিখেন, “বিসিবি নির্বাচন নিয়ে অনেক কিছু বলার থাকলেও এতদিন ইচ্ছাকৃতভাবে নীরব ছিলাম, যাতে প্রক্রিয়াকে আরও প্রভাবিত না করে। গণমাধ্যম যোগাযোগ করলেও আমি কৌশলী অবস্থান নিয়েছিলাম। তবে সবকিছু খুলে বললে অনেকের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি হবে।” তিনি জানান, বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতার সন্তান ক্রিকেট বোর্ডে আসতে চেয়েছিলেন ক্রিকেট ও দেশের জন্য অবদান রাখার লক্ষ্য নিয়ে। অথচ কিছু মহল এমনভাবে বিষয়টি উপস্থাপন করছে, যেন রাজনীতিবিদদের পরিবারের কেউ ক্রীড়া সংগঠক হতে চাইলে তা বড় কোনো অপরাধ। ইশরাক বলেন, “যারা প্রার্থী হয়েছেন তারা সকলেই শিক্ষিত, যোগ্য,...