ডনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়িয়ে সোমবার গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাব মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু ঘণ্টা কয়েক পরেই হিব্রু ভাষায় ইসরায়েলিদের উদ্দেশে তিনি বলেন, তিনি কখনও ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্ব মেনে নেবেন না এবং গাজার অধিকাংশ এলাকায় ইসরায়েলি সেনাদের উপস্থিতি অব্যাহত থাকবে। ট্রাম্পের ২০ দফায় এমন প্রস্তাবও আছে, যেগুলোর মধ্য দিয়ে ইসরায়েলের চলমান যুদ্ধের অনেক উদ্দেশ্যই পূরণ হয়ে যাবে। যেমন— ইসরায়েলি বন্দিদের মুক্তি, সামরিক ও রাজনৈতিকভাবে হামাসকে একেবারে দুর্বল করে ফেলা এবং গাজায় একটা অস্থায়ী আন্তর্জাতিক প্রশাসন গঠনের মতো প্রস্তাবও রয়েছে। কিন্তু যেকোনো ধরনের চুক্তিতে সই করাটা নেতানিয়াহুর জন্য রাজনৈতিক ও ব্যক্তিগত খেসারতের কারণ হয়ে দাঁড়াতে পারে। কারণ, ফিলিস্তিনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়াটাই তার সরকারকে টিকিয়ে রাখতে ভূমিকা রাখছে। ফলে নেতানিয়াহু সত্যিকারার্থেই যুদ্ধে ইতি টানবেন কিনা, নাকি...