ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে আর মাত্র ৯০ নটিক্যাল মাইল বা ১৬০ কিলোমিটার দূরে রয়েছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। বুধবার (১ অক্টোবর) সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে এটির আয়োজকরা। বিশ্বের ৪০টি দেশের প্রায় ৫০০ অধিকারকর্মী ৪৫টি ছোটবড় জাহাজে করে গাজার দিকে ত্রাণ নিয়ে যাচ্ছেন। তারা শুধুমাত্র ত্রাণ নয় গাজা উপকূলে দখলদার ইসরায়েলের আরোপ করা অবৈধ নৌ অবরোধ ভাঙারও মিশন হাতে নিয়েছেন। এক্সে এক পোস্টে আয়োজকরা বলেছেন, “আমরা উচ্চঝুঁকিপূর্ণ জোন দিয়ে যাচ্ছি। সতর্ক থাকুন। ইসরায়েলি সেনাবাহিনীর সারারাত ভীতি প্রদর্শনের কৌশল অবলম্বন করলেও আমরা সবাই শান্ত ছিলাম এবং সঠিক নিরাপত্তা পদ্ধতি মেনে এগিয়ে চলেছি। আপনাদের আমরা নিশ্চিত করতে চাই, এরআগে মাইদিন নামে জাহাজটি ইসরায়েলিরা যেখানে আটক করেছিল আমরা সেখান থেকে অনেক দূরে এগিয়ে গেছি।” পোস্টে তারা আরও বলেছেন, “ইসরায়েলি হুমকি এবং হুমকি-ধমকির কৌশলে...