বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান। তারেক রহমান বলেন, আবহমানকাল ধরে বাংলাদেশে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ নিজ নিজ ধর্ম পালন করে আসছে, যা দেশের ঐতিহ্য ও সামাজিক মূল্যবোধের অংশ। তিনি মনে করিয়ে দেন— “ধর্ম যার যার, রাষ্ট্র সবার। নিরাপত্তা পাওয়ার অধিকারও সবার।” এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যে কোনো অপচেষ্টা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তিনি আরও উল্লেখ করেন, শরতের কাশফুল ও শীতের আমেজ দুর্গোৎসবের আগমনী বার্তা দেয়। এ উৎসব পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বকে দৃঢ় করে। সংবিধান অনুযায়ী দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিক—বিশ্বাসী, অবিশ্বাসী কিংবা...