বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনকে ঘিরে চলমান জল্পনা–কল্পনার মধ্যে মুখ খুললেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বুধবার (১ অক্টোবর) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি বিসিবি নির্বাচন ও রাজনীতিবিদদের ক্রীড়া সংগঠনে সম্পৃক্ততা নিয়ে সরাসরি মতামত দেন। ইশরাক লেখেন, কয়েকদিন ধরে নানা আলোচনা হলেও নির্বাচনকে প্রভাবিত না করার জন্য তিনি নীরব ছিলেন। তবে কিছু বিষয় তুলে ধরার প্রয়োজন মনে করে এখন মন্তব্য করছেন। তার ভাষায়, “সব খুলে বললে অনেকের পোশাক পর্যন্ত খুলে যেতে পারে।” ইশরাক তার পোস্টে বলেন, ‘গত কয়েকদিন বিসিবি নির্বাচন নিয়ে অনেক কিছু বলার থাকলেও, নির্বাচনকে আরও প্রভাবিত না করার জন্য কোনো পাবলিক প্ল্যাটফর্মে কিছু লিখিনি। গণমাধ্যম যোগাযোগ করার চেষ্টা করলেও আমি কৌশলী ভূমিকায় ছিলাম। আজকে অল্প কয়েকটি কথা বলবো, কারণ ভিতরের-বাইরের সব কিছু...