রাশেদ খান বলেছেন, গণঅধিকার পরিষদ ও এনসিপি একীভূত হওয়ার আলোচনা চলছে। শীর্ষ নেতারা বসেছি, কথা বলেছি এবং আন্তরিক আলোচনা হয়েছে। সবাই মনে করছে তারুণ্যের শক্তি বিভক্ত না হয়ে একসঙ্গে কাজ করি। উভয় দলের মধ্যে আন্তরিকতা এবং উদারতা রয়েছে। দুটি দল মিলে নতুন একটি দল হবে কিনা সেটি এখনই বলা যাচ্ছে না; কিন্তু ইতিবাচক আলোচনা হয়েছে। বুধবার (১ অক্টোবর) ঝিনাইদহের প্রধান পূজামণ্ডপ (জেলা শহরে) পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। রাশেদ খান বলেন, আবারও আমরা বসে আলোচনা করব। তারুণ্যের দুই শক্তি আমরা যদি এক হতে পারি এবং নতুন দল গঠন করে একসঙ্গে কাজ করতে পারি তাহলে বাংলাদেশে নতুন আরেকটি সম্ভাবনা সৃষ্টি হবে। এক প্রশ্নের জবাবে রাশেদ খান বলেন, দেশে নির্বাচনি আমেজ শুরু হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসে একটি গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার...