নারীদের ওয়ানডে বিশ্বকাপ জয় দিয়ে শুরু করেছে অস্ট্রেলিয়া। আজ বুধবার (০১ অক্টোবর) রাতে তারা নিউ জিল্যান্ডের নারীদের হারিয়েছে ৮৯ রানের ব্যবধানে। ইন্দোরে অস্ট্রেলিয়া আগে ব্যাট করতে নেমে অ্যাশলে গার্ডনারের সেঞ্চুরিতে ভর করে ৪৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৩২৬ রান সংগ্রহ করে। জবাবে সোফি ডিভাইনের সেঞ্চুরি ভর করেও জিততে পারেনি কিউই নারীরা। ৪৩.২ ওভারে তারা অলআউট হয়েছে ২৩৭ রানে। রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার বোলারদের তোপের মুখে পড়ে নিউ জিল্যান্ডের মেয়েরা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। তার মধ্যে ব্যতিক্রম ছিলেন সোফি। তিনি ১১২ বল খেলে ১২টি চার ও ৩ ছক্কায় ১১১ রান করে আউট হন। অ্যামেলিয়া কের করেন দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান। এছাড়া ব্রুক হ্যালিডে ২৮, ইসাবেলা গেজ ২৮ ও ম্যাডি গ্রিন করেন ২০ রান। বাকিদের কেউ ছুতে পারেনি দুই...