এশিয়া কাপের ফাইনাল শেষ হয়েছে তিন দিন হলো। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বর্তমান সভাপতি মহসিন নকভির কাছ থেকে এখনও চ্যাম্পিয়ন দল ভারত ট্রফি বুঝে নেয়নি। এনিয়ে তোলপার প্রতিবেশী দুই দেশ ভারত-পাকিস্তানে। আসলে এখানে মহসিন নকভির তেমন কোনো দোষ নেই। তিনি চ্যাম্পিয়ন দল ভারতকে ট্রফি দেওয়ার জন্যই ফাইনালে পুরস্কার মঞ্চে দীর্ঘ সময় দাঁড়িয়ে ছিলেন। কিন্তু ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানি বলে মহসিন নকভির কাছ থেকে ট্রফি নেয়নি। সূর্যকুমারের নেতৃত্বাধীন দল, সাফ জানিয়েছে দেয় কোনো পাকিস্তানির হাত থেকে তারা ট্রফি নিবে না। টুর্নামেন্টের নিয়মানুসারে এসিসি সভাপতি মহসিন নকভিরই চ্যাম্পিয়ন দলকে ট্রফি তুলে দেওয়ার কথা। কিন্তু ভারতীয় ক্রিকেটাররা নিয়ম অমাণ্য করে একজন বয়োবৃদ্ধ মানুষকে দীর্ঘ সময় পুরস্কার মঞ্চে দাঁড়িয়ে থাকারও পরও তার কাছ থেকে ট্রফি না নিয়ে অসম্মান করে। ভারতীয়রা ট্রফি না নেওয়ায় এসিসি সভাপতি...