এশিয়া কাপের ফাইনালে খেলার দারুণ সম্ভাবনা হাতছাড়া করেছে বাংলাদেশ। সুপার ফোরের শেষ দুই ম্যাচে হেরে হতাশ করেছে সমর্থকদের। এক সপ্তাহ না পেরোতেই আবার মাঠে নামছে বাংলাদেশ। ব্যর্থতাকে পেছনে ফেলে সমর্থকদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে আফগানদের মুখোমুখি হচ্ছে টাইগাররা। বৃহস্পতিবার (২ অক্টোবর) তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে রশিদ খান-মোহাম্মদ নবীদের বিপক্ষে মাঠে নামবে তাসকিন-মুস্তাফিজরা। সারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। খেলা দেখা যাবে টি-স্পোর্টস ও নাগরিক টিভিতে। অনলাইনে ট্যাপম্যাড অ্যাপে। এশিয়া কাপে একই গ্রুপে ছিল বাংলাদেশ আর আফগানিস্তান। ‘বি’ গ্রুপে দুই দলের সেই দেখায় জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। সেই ৮ রানের জয়েই সুপার ফোরের জায়গা করে নিয়েছিল লিটন দাসের দল। সেই জয়ের আত্মবিশ্বাস নিয়েই এ ম্যাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে সামগ্রিক টি-টোয়েন্টির পরিসংখ্যানে বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে...