উপসাগরীয় অঞ্চলের ধনী দেশ কাতারের নিরাপত্তা নিয়ে নির্বাহী আদেশ জারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার (১ অক্টোবর) হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে। নির্বাহী আদেশে ট্রাম্প বলেন, কাতারে কোনো ধরনের হামলা হলে যুক্তরাষ্ট্র এটিকে ‘নিজেদের শান্তি ও নিরাপত্তার হুমকি’ হিসেবে দেখবে। তিন সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল কাতারের রাজধানী দোহায় হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে হামলা চালায়। এ নিয়ে ব্যাপক ক্ষুব্ধ হয় কাতারসহ আরব ও মুসলিমপ্রধান দেশগুলো। এরপর এই হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে গত সোমবার হঠাৎ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কাতারের কাছে প্রকাশ্যে ক্ষমা চান। আর এবার কাতারের নিরাপত্তার প্রতি সর্বোচ্চ গুরুত্ব জানিয়ে এ নির্বাহী আদেশ জারি করেন ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, গাজার শাসকগোষ্ঠী হামাস ও ইসরায়েলি বাহিনীর যুদ্ধ বন্ধের উদ্যোগের অংশ হিসেবে কাতারকে নিয়ে...