দেশের ফুটবল পাড়ায় আজ এক উৎসবের দিন। না! না! কোনো ম্যাচ জয়ের জন্য নয়, জন্মদিনের উৎসবে মেতেছে দেশের ফুটবলাঙ্গন। সমর্থক থেকে ফুটবলাররা- সবার ফেসবুক ওয়ালেই ভাসছে একটি ছবি-- হামজা চৌধুরী। হ্যাঁ, ঠিকই ধরেছেন বাংলাদেশের ফুটবলের পোস্টারবয় হামজা দেওয়ান চৌধূরীর জন্মদিন আজ। ২৮ বছরে পা দিলেন দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় তারকা। ১৯৯৭ সালের ১ অক্টোবর ইংল্যান্ডের লাফবরোতে জন্ম হামজার। মাত্র ৭ বছর বয়সেই ভর্তি হন লেস্টার সিটির একাডেমিতে। সেখান থেকেই ফুটবলের হাতেখরি। দ্রুতই নিজেকে চিনিয়েছেন ভিন্নভাবে। মাঠের খেলার প্রাণ হিসেবে খ্যাত ‘মিডফিল্ডে’ নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অপরিহার্য হিসেবে। মাঝে ধারে ভিন্ন জার্সিতে মাঠে নামলেও। শুরু থেকে বর্তমান লেস্টার সিটিই তার ঠিকানা। বর্তমানে সেখানেই দলের সঙ্গে আছেন হামজা। দেশে যখন শুভেচ্ছায় রঙিন তিনি তখন ইংলিশ ভূ-খন্ডে কেমন কাটছে হামজার জন্মদিন? দেশের প্রথম...