অ্যাশলে গার্ডনারের সেঞ্চুরিতে নিউজিল্যান্ড মেয়েদের বিপক্ষে তিন শতাধিক রানের সংগ্রহ গড়েছিল অস্ট্রেলিয়া। জবাবে কিউই অধিনায়ক সোফিয়ে ডিভাইনও সেঞ্চুরি করেছিলেন। তবে অজি মেয়েদের সংগ্রহ তাড়া করতে ব্যর্থ হয়েছেন নিউজিল্যান্ড। কিউইদের ৮৯ রানে হারিয়ে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত শুরু পেয়েছে অস্ট্রেলিয়া। ইন্দোরে টসে জিতে আগে ব্যাটে নেমে ৪৯.৩ ওভারে ৩২৬ রানের সংগ্রহ গড়ে অস্ট্রেলিয়ার মেয়েরা। জবাবে নেমে ৪৩.২ ওভারে ২৩৭ রানে থামে নিউজিল্যান্ড। অ্যাশলে গার্ডনার ১৬ চার ও ১ ছক্কায় ৮৩ বলে ১১৫ রান করেন। ফোবে লিচফিল্ড ৩১ বলে ৪৫ রান করেন। এছাড়া কিম গ্রেথ ৩৮ রান এবং এলিস পেরি ৩৩ রান করেন। কিউই মেয়েদের হয়ে জেস কের ও লিয়া তাহুহু তিনটি করে উইকেট নেন। ব্রি ইলিং ও অ্যামেলিয়া কের নেন দুটি করে উইকেট। রানতাড়ায় নেমে রানের খাতা খোলার আগেই...