ডলারের পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও, চলতি বছরের আগস্টে আমদানি ঋণপত্র (এলসি) নিষ্পত্তি কমে গেছে। এর মূল কারণ মূলধনী যন্ত্রপাতির আমদানি হ্রাস, যা নতুন ব্যবসা ও বিনিয়োগে মন্দার ইঙ্গিত দিচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের আগস্টে আমদানি দায় নিষ্পত্তি কমে ৪.৮৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা গতবছরের একই মাসে ছিল ৫.৪৮ বিলিয়ন ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে এলসি নিষ্পত্তি কমেছে ১০.৯৪ শতাংশ।তবে আগস্টে নতুন এলসি খোলার পরিমাণ ৩.০৬ শতাংশ বেড়ে ৫.৩৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৫.২২ বিলিয়ন ডলার। ব্যাংকার, অর্থনীতিবিদ ও কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, আগে মাসগুলোতে নতুন এলসি খোলার পরিমাণ কমে যাওয়া ও ওভারডিউ এলসির চাপ কম থাকার কারণে আগস্টে এলসি নিষ্পত্তির পরিমাণ কমেছে। তাছাড়া দেশে নতুন ব্যবসা ও বিনিয়োগ কমেছে। এ কারণে এখন...