৩ দিন আগের তীব্র হতাশার পর দল পেয়েছে প্রত্যাশিত বড় জয়। নিজে পেয়েছেন দারুণ এক হ্যাটট্রিক। এরপরও পুরোপুরি খুশি হতে পারছেন না কিলিয়ান এমবাপ্পে। লা লিগায় গত শনিবার আতলেতিকো মাদ্রিদের মাঠে ৫-২ গোলে হেরে যায় রেয়াল মাদ্রিদ । সেই ধাক্কা সামলে গতকাল মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লীগে কয়রাত আলমাতিকে ৫-০ গোলে হারিয়ে দেয় প্রতিযোগিতাটির রেকর্ড চ্যাম্পিয়নরা। দারুণ এক হ্যাটট্রিক করেন কিলিয়ান এমবাপ্পে। এছাড়াও স্কোরশিটে নাম লিখিয়েছেন এডুয়ার্ডো কামভিনগা ও ব্রাহিম দিয়াজ। ২৫তম মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেয়ার পর, দ্বিতীয়ার্ধে আরও দুবার জালে বল পাঠিয়ে হ্যাটট্রিক পূরণ করেন এমবাপ্পে। নিজের ও দলের পারফরম্যান্সে অবশ্য অখুশি নন এমবাপ্পে। কিন্তু যে সুযোগগুলো তিনি নষ্ট করেছেন, সেগুলোই পোড়াচ্ছে তাকে। এক প্রতিক্রিয়ায় সে কথাই বললেন তিনি। ‘আমার মতো একজন খেলোয়াড়ের পাঁচটি সুযোগ পেলে পাঁচটিই গোল...