এশিয়া কাপে খুব বাজে ব্যাটিং করেছেন সাইম আইয়ুব। তারপরও আইসিসি অলরাউন্ডারদের র্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন পাকিস্তানের এই ব্যাটার। ভারতের হার্দিক পান্ডিয়াকে পেছেনে ফেলেছেন তিনি। এশিয়া কাপে সাত ম্যাচের মধ্যে চার ম্যাচে ডাক মেরেছেন সাইম আইয়ুব। তবে বোলিং ভালো করেছেন তিনি। এ কারণে উঠে এসেছেন অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে। সে সঙ্গে ভারতের ওপেনার অভিষেক শর্মা সর্বোচ্চ রেটিং পয়েন্ট অর্জন করে ব্যাটারদের র্যাংকিংয়ে শীর্ষে অবস্থান আরও দৃঢ় করলেন। আইয়ুব চার ধাপ এগিয়ে শীর্ষে উঠে আসেন, ভারতের হার্দিক পান্ডিয়াকে দ্বিতীয় স্থানে নামিয়ে দিয়ে। এশিয়া ছয় ইনিংসে আট উইকেট নেন তিনি এবং মাত্র ৬.৪০ রানের গড়ে ব্যাটিং করে সাত ইনিংসে নেন মাত্র ৩৭ রান। আফগানিস্তানের মোহাম্মদ নবি একধাপ নেমে রয়েছেন তৃতীয় স্থানে। নেপালের দিপেন্দ্র সিংহ অ্যায়ারী ও জিম্বাবুয়ের সিকান্দার রাজা সেরা পাঁচে অবস্থান করছেন। অভিষেক শর্মা,...