ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধে কয়েক সপ্তাহব্যাপী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজ করেছেন বিশ্বের আরব ও মুসলিম দেশগুলোর নেতারা। দুই সপ্তাহ আগে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে ৮ মুসলিম নেতারা বৈঠক করেন। সেখানে যুদ্ধবিরতির একটি কাঠামো প্রস্তুত করেন তারা।তবে গত সোমবার দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর তাদের দেওয়া সেসব কথা বদলে ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ওইদিন তিনি ২০ দফার যুদ্ধবিরতির প্রস্তাব ঘোষণা করেন। যা আরব নেতাদের দেখানো দফাগুলোর চেয়ে অনেক ভিন্ন ছিল।সংবাদমাধ্যম মিডেল ইস্ট আই বুধবার (১ অক্টোবর) জানিয়েছে, এমন পরিবর্তন দেখে মধ্যপ্রাচ্যের নেতারা বেশ অবাক হয়েছেন।যারমধ্যে সবচেয়ে বড় পরিবর্তন ছিল যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী ফিলিস্তিনি বন্দিদের মুক্তির সংখ্যা কমানো এবং ধাপে ধাপে গাজা থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করার বিষয়টি।একটি সূত্র বলেছেন, ট্রাম্প নেতানিয়াহুর ইচ্ছা...