দুই দশক পর শুরু হওয়া বাংলাদেশ টেলিভিশনের শিশুপ্রতিভা সন্ধানী অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’র যাত্রায় সঙ্গী নির্মাতা-অভিনেতা সোহেল আরমান। বাছাই পর্বের বিচারকের আসনে বসে প্রতিযোগিদের প্রতিভায় প্রিতিনিয়তই মুগ্ধ হচ্ছেন তিনি। গ্লিটজের সঙ্গে আলাপচারিতায় সেই কথাই বললেন সোহেল আরমান। পুরো দেশকে ১৯টি অঞ্চলে ভাগ করে চলছে এই প্রতিযোগিতার প্রাথমিক পর্বের বাছাই। এই নির্মাতা বলেন, “এখনকার ছেলেমেয়েরা সত্যিই সাহসী ও সম্ভাবনাময়। তাদের দেখে শুধু আফসোস হয়, এত গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানটি কেন এতদিন বন্ধ ছিল। এই অনুষ্ঠানে যারা অডিশন দিতে আসছে তাদের বেশিরভাগই অনেক প্রতিভাবান। তারা আসলে দীর্ঘদিন ধরেই অপেক্ষা করছিল বিটিভির মত জাতীয় প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য।” শৈশবে এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার ইচ্ছা প্রয়াত নির্মাতা-অভিনেতা আমজাদ হোসেনের ছেলে সোহেল আরমানের। তিনি বলেন, “ছোটবেলায় ইচ্ছে ছিল নতুন কুঁড়ির একজন প্রতিযোগী হব, তখন আর সেই ইচ্ছে...