ইন্টারনেট নজরদারি সংস্থা নেটব্লক্স জানিয়েছে, লাইভ নেটওয়ার্ক ডাটায় ইন্টারনেট সংযোগ আংশিক ফিরে আসতে দেখা যাচ্ছে। তালেবান সরকার এর আগে গত ১৮ সেপ্টেম্বরে আফগানিস্তানের কিছু প্রদেশে ‘অনৈতিকতা’ ঠেকানোর কথা বলে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ বন্ধের নির্দেশ দিয়েছিল। এর কয়েকসপ্তাহ পরই সাম্প্রতিক এই শাটডাউন আসে। তালেবান সরকারিভাবে এই ইন্টারনেট শাটডাউনের কোনও কারণ ব্যাখ্যা করেনি। নেটব্লক্স সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিল, “আফগানিস্তান পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউটের মধ্যে রয়েছে। তালেবান কর্তৃপক্ষ নৈতিকতার বিধিনিষেধ কার্যকরের অংশ হিসেবে ধাপে ধাপে একাধিক নেটওয়ার্ক সংযোগ বিচ্ছিন্ন করেছে।” টেলিফোন সেবাও বন্ধ থাকার কথা জানিয়েছিল তারা। তবে বুধবার আফগানিস্তানজুড়ে ইন্টারনেট পরিষেবা ফের চালু হওয়ায় যেন প্রাণ ফিরে আসে। কেউ কেউ বলেন, এই আনন্দ ঈদের খুশির মতো। আফগানিস্তানে তালেবানরা নতুন করে ক্ষমতায় আসার পর থেকেই শরিয়া আইন অনুযায়ী নানা ধরনের নিষেধাজ্ঞা চালু করে আসছে। নারী...