বর্তমানে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের মতো ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার সমস্যাও তরুণদের মধ্যে ক্রমশ বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানে একে হাইপারইউরিসেমিয়া বলা হয়। শরীরে প্রোটিন বিপাকের ফলে ইউরিক অ্যাসিড তৈরি হয় এবং সাধারণত কিডনি তা প্রস্রাবের মাধ্যমে বের করে দেয়। কিন্তু যখন শরীর অতিরিক্ত ইউরিক অ্যাসিড তৈরি করে বা কিডনি যথেষ্ট পরিমাণে ফিল্টার করতে ব্যর্থ হয়, তখন রক্তে ইউরিক অ্যাসিড জমে গিয়ে বিপজ্জনক আকার ধারণ করে। বিশেষজ্ঞদের মতে, শরীরে ইউরিক অ্যাসিড বাড়লে তা প্রাথমিকভাবে ত্বকের পরিবর্তনের মাধ্যমে সতর্কবার্তা দেয়। সময়মতো এই লক্ষণগুলো চিহ্নিত করতে পারলে জটিলতা এড়ানো সম্ভব। ১. ত্বকের নিচে শক্ত গুটিশরীরে ইউরিক অ্যাসিডের স্ফটিক জমে ত্বকের নিচে ছোট ছোট গুটি তৈরি হয়। এগুলো সাদা, হলুদ বা ত্বকের রঙের হতে পারে। আঙুল, কনুই ও পায়ের আঙুলের কাছে বেশি দেখা যায়। চিকিৎসা না...