২০২৫ সালের এপ্রিল-জুন প্রান্তিকে শয়িয়াহভিত্তিক ইসলামী ব্যাংকগুলোতে আমানত বেড়েছে। মূলত গ্রাহক বৃদ্ধি ও ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থা ফেরায় শরিয়াহ ব্যাংকে আমানত বেড়েছে। জুন শেষে ইসলামী ব্যাংকগুলোতে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৪ কোটি ৫৭ লাখ টাকায়, যা তিন মাস আগের ৪ কোটি ৪২ লাখ টাকা থেকে ৩ দশমিক ২২ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের ইসলামী ব্যাংকিং সংক্রান্ত ত্রৈমাসিক প্রতিবেদনে বলা হয়েছে, এক বছর আগের তুলনায় আমানতের পরিমাণ ২ দশমিক ৬৭ শতাংশ বেশি।মোট আমানতের মধ্যে ১০টি পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকের আমানত দাঁড়িয়েছে ৩ কোটি ৯৭ লাখ টাকা। আর প্রচলিত ব্যাংকের ইসলামী শাখাগুলোর আমানত ২৫ হাজার ৩৩৩ কোটি টাকা এবং ইসলামী উইন্ডোতে আমানতের পরিমাণ ৩৪ হাজার ৮৩ কোটি টাকা। এই ১০টি পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক পুরো আমানতের ৮৭ শতাংশের যোগান দিয়েছে, যেখানে শাখা ও উইন্ডোগুলোর অংশ...