সাবেক ক্রিকেটের রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মেহেদী হাসান পুলককে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর কাউন্সিলার হিসেবে মনোনীত করে তার নাম প্রেরণ করা হয়েছে । ক্রিকেট খেলোয়াড় হিসেবে তিনি ক্রিকেট কোচ সাইদ হোসেন বাবুর সহযোগিতায় লাল-সবুজ ক্রিকেট একাডেমি থেকে পদচারনা শুরু করেন। আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা শুরু হলে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষে ৫ম বার অংশগ্রহণ করেন ও তিনবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। জেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত প্রিমিয়ার ডিভিশন ও ১ম বিভাগ ক্রিকেট লীগেও অংশগ্রহণ করেন তিনি। এছাড়াও বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়াং টাইগার অনূর্ধ্ব-১৬ জাতীয় আন্তঃজেলা ক্রিকেট বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে রানার্স আপ হবার গৌরব অর্জন করেন। সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড -এর পক্ষে ৮৭, বিজয়নগর, ঢাকা থেকে মুদ্রিত এবং প্রকাশিত। কার্যালয় : ৩৬, পুরানা পল্টন, ঢাকা-১০০০। সাবেক...