এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট মহসিন নাকভি ভারতীয় গণমাধ্যমে প্রচারিত সাম্প্রতিক দাবির বিষয়ে কঠোর প্রতিক্রিয়া দেখিয়ে বলেছেন, এশিয়া কাপের ট্রফি বিতর্কে তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে কখনোই ক্ষমা চাননি। ভবিষ্যতেও চাইবেন না। ভারতের ‘ইন্ডিয়া টুডে’ তাদের এক্স হ্যান্ডলে নাকভি বিসিসিআইয়ের কাছে ক্ষমা চেয়েছেন বলে যে খবর প্রকাশ করে, সেটি রিটুইট করে তিনি এমন প্রতিক্রিয়া দেখিয়েছেন। পিসিবি প্রধান বলেছেন, এশিয়া কাপের চ্যাম্পিয়ন ট্রফি নিতে হলে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবকে সরাসরি তাঁর কাছ থেকে নিতে হবে। ২৮ সেপ্টেম্বর এশিয়া কাপ ফাইনালের পর ভারত এসিসি প্রধান নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায়। অন্য কারও হাত দিয়ে দিতে অনুরোধ জানানো হলে নাকভি তা প্রত্যাখ্যান করেন। মঙ্গলবার দুবাইয়ে এসিসির বার্ষিক সাধারণ সভার মুলতবি বৈঠকে ভারত ট্রফির বিষয়টি তোলে। পাকিস্তানের জিও টিভির খবরে বলা...