নতুন পে স্কেলে বেতন পেতে যাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অন্তর্বর্তী সরকারের মেয়াদেই নতুন পে স্কেলে বেতন পেতে যাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। এজন্য চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে তহবিল বরাদ্দ দেওয়া হবে। চলতি ২০২৫-২৬ অর্থবছরে সরকারি কর্মচারীদের বেতন-ভাতার জন্য ৮৪ হাজার ৬৮৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা আগের অর্থবছরের ৮২ হাজার ৯৭৭ কোটির তুলনায় বেশি। এদিকে, বর্তমানে সর্বোচ্চ পদ (গ্রেড-১) ও সর্বনি¤œ পদ (গ্রেড-২০)-এর বেতনের অনুপাত প্রায় ১০:১। নতুন কাঠামোতেও এ অনুপাত ৮:১ থেকে ১০:১-এর মধ্যে থাকবে। ফলে বিদ্যমান ২০টি গ্রেড থেকে গ্রেডের সংখ্যা যদি কমানোও হয়, তারপরেও সর্বোচ্চ ও সর্বনি¤œ বেতনের ক্ষেত্রে একই অনুপাত বহাল রাখার সুপারিশ করবে কমিশন।এ প্রসঙ্গে সম্প্রতি সচিবালয়ে নিজ দপ্তরে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, অন্তর্বর্তী সরকারের এই মেয়াদেই নতুন পে স্কেলের বাস্তবায়ন করা হবে।...