মিলান শহরের আকাশে ভাসছে এক অদ্ভুত সুর- নস্টালজিয়া আর বিদায়ের। ফুটবল রোমান্টিকদের হৃদয়ে যেই নাম এক অমোঘ প্রতীকে রূপ নিয়েছে, সেই সান সিরো হয়তো আর থাকছে না ভবিষ্যতের মেলায়। ইতালির ফুটবলের দুই মহারথী- এসি মিলান আর ইন্টার মিলান যৌথভাবে কিনে নিয়েছে স্টেডিয়াম আর এর আশপাশের জমি। দাম প্রায় ১৯৭ মিলিয়ন ইউরো। চূড়ান্ত অনুমোদন পেলে ভেঙে ফেলা হবে এই ইতিহাস ও ঐতিহ্যের স্টেডিয়ামটি। আর তার জায়গায় উঠবে নতুন ৭১ হাজার আসনের এক আধুনিক স্টেডিয়াম। শহর পরিষদের দীর্ঘ এক বৈঠকের পর এই সিদ্ধান্ত মিলেছে। প্রায় ১২ ঘণ্টা ধরে টানটান বিতর্ক শেষে অনুমোদন পায় প্রস্তাবটি। যদি সবকিছু পরিকল্পনামাফিক এগোয়, তবে ২০৩১ সালের মধ্যে নতুন ভেন্যু দাঁড়িয়ে যাবে, যা ইউরো ২০৩২-এর ভেন্যু হিসেবেও ব্যবহার হবে।আরো পড়ুন:মেসি-সুয়ারেজদের হারিয়ে প্লে’অফে শিকাগো ফায়ারএমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের বড় জয়...