ফিফা র্যাঙ্কিংয়ে হংকং চায়নার অবস্থান ১৪৬তম। তাদের চেয়ে ৩৮ ধাপ পিছিয়ে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ের এই তফাতই বলে দিচ্ছে হ্যাভিয়ের ক্যাবরেরার দলের চেয়ে কতটা এগিয়ে হংকং। তবে র্যাঙ্কিংটা শুধুই একটি সংখ্যা হিসেবে মনে করছেন মিতুল মারমা-সোহেল রানারা। ৯ অক্টোবর ঢাকার জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে হংকং চায়নার বিপক্ষে ম্যাচ সামনে রেখে মাঠের অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। গত সোমবার ক্যাম্পে ওঠেন ফুটবলাররা। বৃষ্টির কারণে গত মঙ্গলবার প্রথম দিনের প্রস্তুতিটা পুরোপুরি সারতে পারেনি বাংলাদেশ। অনুশীলন শেষ করার আগেই তুমুল বৃষ্টি। যে কারণে অসমাপ্ত রেখেই জাতীয় স্টেডিয়াম ছাড়েন তপু বর্মণ-সোহেল রানারা। এরই ফাঁকে নিজেদের প্রস্তুতি এবং লক্ষ্য নিয়ে কথা বলেন মিতুল মারমা, ‘আমাদের এটা গুরুত্বপূর্ণ ম্যাচ। হাতে যেটুকু সময় আছে, নিজেদের ঝালিয়ে নিয়ে সেরাটা দিতে চাই। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে কোয়ালিফাই করতে...