বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘পিআর পদ্ধতি বাস্তবায়নের দাবিতে আন্দোলন করলেও বর্তমান নিয়মে নির্বাচনে অংশ নিতে জামায়াত সবদিক দিয়ে এগিয়ে রয়েছে। তারা ইতোমধ্যে প্রার্থী ঘোষণা সম্পন্ন করে ব্যাপকভাবে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সুতরাং পিআর না হলে জামায়াত নির্বাচন বর্জন করবে এরকম কোনো আশঙ্কা নাই।’ তিনি আজ বুধবার সন্ধ্যায় নীলফামারীর সৈয়দপুরে কেন্দ্রীয় পূজামণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। দুদু বলেন, ‘যারা পিআর চাচ্ছে তাদের অধিকার আছে জনগণের কাছে গিয়ে এই বিষয়ে কথা বলার। তাই তারা কর্মসূচি দিচ্ছে। তবে পিআর পদ্ধতি সাংবিধানিক বিষয়। তারা যদি ক্ষমতায় যায় তখন এই পদ্ধতি সংযোজন করতে পারবেন। এটা বিএনপির কাজ নয়। বিএনপি শতবছর ধরে চলে আসা পদ্ধতিতেই নির্বাচন করবে। সেজন্য আমরা প্রস্তুতি নিচ্ছি।’ সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু আরও বলেন, ‘বিএনপি ধর্মীয় মূল্যবোধে...