কয়েকদিনের নাটকীয়তা ও নানা গুঞ্জন শেষে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন ১৬ জন। বিসিবি নির্বাচনে প্রার্থী এখন মোট ৩৪ জন। তাদের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়ে গেছেন ৬ জন। ক্যাটাগরি-১ বা বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার ১০ পরিচালকের মধ্যে নির্বাচিত হয়ে গেছেন ওই ৬ জন। তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম আব্দুর রাজ্জাক। জাতীয় দলের সাবেক এই স্পিনার কদিন আগেও ছিলেন জাতীয় নির্বাচক। সেই দায়িত্ব ছেড়ে খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে নির্বাচনে আসেন তিনি। রাজ্জাকের সঙ্গে পরিচালক হয়ে গেছেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার জুলফিকার আলী খান। খুলনায় এই দুজন ছাড়া আর কোনো প্রার্থী নেই। চট্টগ্রাম থেকেও এভাবেই পরিচালক হয়েছেন বিভাগীয় ক্রীড়া সংস্থার আহসান ইকবাল চৌধুরী ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি জনপ্রিয় গায়ক আসিফ আকবর। এছাড়াও সিলেট বিভাগে রাহাত শামস ও...