ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বৃহস্পতিবার দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করছে ভারত। শুবমান গিলের নেতৃত্বে ঘরের মাঠের এই সিরিজে সুস্পষ্ট ফেবারিট ভারত। ইনজুরির কারণে ধুকতে থাকা ওয়েস্ট ইন্ডিজ শেষ পর্যন্ত কতটা প্রতিরোধ গড়তে পারে তা সময়ই বলে দিবে। আহমেদাবাদে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের আগে ইনজুরির কারণে ছিটকে গেছেন দুই পেসার আলজারি জোসেফ ও শামার জোসেফ। তাদের পরিবর্তে রোস্টন চেজের নেতৃত্বে দলে ডাকা হয়েছে জোহান লেইন ও বাঁ-হাতি সীমার জেডিয়াহ ব্লেডসকে। লেইন প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন। অন্যদিকে ব্লেডস শুধুমাত্র সাদা বলের ক্রিকেটে ক্যারিবীয়দের প্রতিনিধিত্ব করেছেন। অনভিজ্ঞ পেস বিভাগে একমাত্র বোলার হিসেবে জেইডেন সিলেসের ১০টিরও বেশি টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে। দলে চেজের সঙ্গে স্পিন বোলিং বিভাগে আরও রয়েছেন জোমেল ওয়ারিকান ও খেরি পিয়েরে। দীর্ঘ অপেক্ষার পর পিয়েরে টেস্ট অভিষেকের অপেক্ষায়...