এশিয়া কাপের হতচ্ছাড়া পারফরম্যান্সের পর আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় দল। নিয়মিত অধিনায়ক লিটন দাসের পরিবর্তে ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী অনিকের নেতৃত্বে তিন ম্যাচের টি-টুয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে টিম টাইগার্স। এ সিরিজে ব্যাটিং ইউনিটের দিকে সব মনোযোগ রাখছে দল, বলে জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক। ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী অনিক আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টুয়েন্টির আগে সংবাদ সম্মেলনে জানান, ‘আমাদের মূল পরিকল্পনা থাকবে ব্যাটিং ইউনিট হিসেবে ভালো পারফরম্যান্স করা। যেহেতু এশিয়া কাপেও ব্যাটিংয়ের কারণে আমাদের ভুগতে হয়েছে, তাই ব্যাটিং ইউনিটের দিকেই সবচেয়ে বেশি মনোযোগ দেয়া হবে।’ এশিয়া কাপে বাংলাদেশ বাজে পারফরম্যান্স করলেও আসরে খুব একটা ভালো করতে পারেনি আফগানিস্তানও। বাংলাদেশের কাছে গ্রুপপর্ব থেকে হেরে বিদায় নিতে হয় রশিদ খানের দলের। শেষ পাঁচ ম্যাচের তিনটিতে জয় রয়েছে বাংলাদেশের, আফগানরা জিতেছে দুটি...