লন্ডনে দায়িত্ব পালনকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট পার্সার তৈফুর রহমান খান শরণার্থীদের হামলার শিকার হয়েছেন। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। জানা যায়, গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) হেস্টন হাইড হোটেলে অবস্থানকালে হোটেলের বাইরে সামনে বসেছিলেন তৈফুর। তখনই একজন নেশাগ্রস্ত শরণার্থী তাঁকে পেছন থেকে মোটা লাঠি দিয়ে আঘাত করে মাটিতে ফেলে দেন। পরে তাঁর পেটে কিল-ঘুষি ও লাথি মারেন। হোটেলের নিরাপত্তাকর্মীদের হস্তক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা থেকে তাঁকে রক্ষা করা সম্ভব হয়। ঘটনার খবর পেয়ে লন্ডন পুলিশ হামলাকারীকে আটক করে এবং মামলা দায়ের করেছে। আহত তৈফুর বিমান কর্তৃপক্ষকে ই-মেইলের মাধ্যমে বিস্তারিত অবহিত করেছেন। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। বিমানের কেবিন ক্রুরা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে হেস্টন হাইড হোটেল নিয়ে অসংখ্য অভিযোগ থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ এখনও...