শারদীয় দুর্গোৎসবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি বলেন, পূজাকে ঘিরে গড়ে ওঠা সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা আসন্ন জাতীয় নির্বাচনের জন্য 'ইতিবাচক বার্তা বা গ্রিন সিগন্যাল'। বুধবার (১ অক্টোবর) টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী কল্যাণ ট্রাস্টের ঐতিহ্যবাহী রণদাপ্রসাদ সাহা পূজা মণ্ডপ এবং গাজীপুরের কালিয়াকৈরে শ্রী শ্রী সার্বজনীন গৌর হরি মন্দির পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। মহাপরিচালক বলেন, পূজা মণ্ডপের প্রাথমিক প্রতিরোধশক্তি হিসেবে আনসার-ভিডিপি সদস্যরা নিরলস দায়িত্ব পালন করছেন। নিরাপত্তাজনিত শঙ্কা দেখা দিলে তাৎক্ষণিকভাবে অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করা হচ্ছে, যাতে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'শারদীয় দুর্গোৎসবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেভাবে সতর্ক ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন, জাতীয় নির্বাচনে একই ধারা অব্যাহত...