সাড়ে ৬ কিলোমিটার ভ্রমণ শেষে কাজাখস্তানের আলমাতিতে নেমেছিল রিয়াল মাদ্রিদ। তবে দীর্ঘ এই ভ্রমণের ছাপ পড়েনি ইউরোপের সবচেয়ে সফল ক্লাবটির খেলায়। চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বে গত মঙ্গলবার কাজাখস্তানের নবীন দল কাইরাত আলমাতিকে ৫-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে এমবাপ্পে-ভিনিসিয়ুসরা। ম্যাচের শুরুতে অবশ্য চমকে দিয়েছিল স্বাগতিকরা। খেলা শুরুর মাত্র ১৩ সেকেন্ডেই রিয়ালের রক্ষণ কাঁপিয়ে দেয় নবাগত আলমাতির দাস্তান সাতপায়েভ। গোলরক্ষক থিবো কোর্তোয়ার দৃঢ়টায় অবশ্য সে যাত্রায় রক্ষা পায় লস ব্লাঙ্কোরা। এর এক মিনিট পরই জর্জিনিওর শটও সামলাতে হয় তাকে। ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে বক্সে আলমাতির শেরখান কালমুরজা ফাউল করলে পেনাল্টি পায় অতিথিরা। স্পটকিক থেকে কিলিয়ান এমবাপ্পে সহজেই দলকে এগিয়ে দেন। প্রথমার্ধে আরো সুযোগ পেয়েও ব্যবধান বাড়াতে পারেননি ফরাসি তারকা। তবে দ্বিতীয়ার্ধে দারুণ ছন্দে ফেরেন তিনি। ৫২ মিনিটে কোর্তোয়ার দীর্ঘ ক্লিয়ারেন্সে আলমাতির ডিফেন্স...