আওয়ামী লীগ নেতা নুর উদ্দিন চৌধুরী নয়ন ৫ আগস্টের ঘটনার পর থেকে পলাতক। তিনি বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলার আসামি। লক্ষ্মীপুর-২ (সদরের একাংশ-রায়পুর) আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন তিনি। এদিকে আগুন দেওয়ার পর কয়েকজন যুবক বাড়ির কিছু মালামাল লুটে নেওয়ার চেষ্টা করে। এ সময় ভিডিও ধারণ করতে গেলে স্থানীয় এক সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করেন তারা। স্থানীয় সংবাদকর্মী ফরহাদ হোসেন বলেন, আগুন দেওয়ার পর একটি পিকআপ ভ্যানে করে কয়েকজন যুবক কিছু মালামাল লুট করছিল। তখন আমি ভিডিও ধারণ করতে গেলে তারা আমাকে গালমন্দ করে। পরে ছবি তুলতে গেলে ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে এক যুবক আমাকে মারধর করার জন্য তেড়ে আসে।...