ফেনী:ফেনীতে ফুলগাজী বাজারের পূর্ব পাশে অবস্থিত পানি নিয়ন্ত্রণ গেট মেরামতের পরও সেই গেট দিয়ে বাজারে পানি প্রবেশ করছে। ফলে বাজার এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে, বিশেষ করে নিচু স্থানে অবস্থিত দোকানগুলো নিয়ে। গত কয়েকদিন আগে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা জানিয়েছিলেন, বাজারের পূর্ব পাশে পানি আসা-যাওয়ার যে গেট রয়েছে, তা মেরামত করা হয়েছে এবং এখন সেটি কার্যকরভাবে কাজ করছে। তবে বাস্তবতা ভিন্ন। মেরামতের পরও সেই একই গেট দিয়ে পানি ঢুকছে বাজারে, যা প্রশ্ন তুলছে গেট মেরামতের মান এবং কার্যকারিতা নিয়ে। বাজারের ব্যবসায়ী কল্যাণ সমিতির আহ্বায়ক বলছেন, বৃষ্টি বা নদীর পানির প্রবাহ যদি আরও বাড়ে, তাহলে নিচু দোকানগুলোতে পানি ঢুকে পড়তে পারে, এর ফলে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে তাদের। এ অবস্থায় বাজারের সব ব্যবসায়ীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। স্থানীয়...