চট্টগ্রামের ফটিকছড়িতে সনাতনী ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ১২৭টি মন্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে এক হাজার ১৪৮ জন আনসার-ভিডিপি মাঠে সক্রিয় থাকার কথা থাকলেও বাস্তবে নেই। ভূয়া নাম ব্যবহারে ভাড়ায় খাটিয়ে কামলায় যেনতেন ভাবে চালানো হচ্ছে। এতে মন্ডপগুলো অরক্ষিতই থাকছে এবং আইন-শৃংখলা ভেঙ্গে পড়ার আশংখা করা হচ্ছে। গত দুইদিন একাধিক মন্ডপে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা গেছে। দু-কয়েকটি মন্ডপে কয়েকজনের দেখা মিললেও বেশিরভাগ মন্ডপেই আনসার-ভিড়িপির অনুপস্থিত লক্ষ্য করা গেছে। আবার কয়েকটিতে ভাড়ায় কামলা খাটিয়ে ব্যবহার করলেও কাগজে সে নামের কোনো অস্তিস্থ মেলেনি। এমন ঘটনায় পুরো উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সরকার এই উৎসব শান্তিপূর্ণভাবে পালনে সর্বাত্মক নিরাপত্তার ব্যবস্থা করেছেন। কিন্তু ফটিকছড়িতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সংশ্লিস্টরে চরম খামখেয়ালীপনা ও অূরদর্শীতায় সরকারের ভাবমূতি চরমভাবে প্রশ্নের মুখে পড়েছে। সংশ্লিষ্ট...