যুক্তরাষ্টের আইনপ্রণেতাগণ ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে চলমান স্বাস্থ্যসেবা তহবিল সংক্রান্ত বাজেট আলোচনা নির্ধারিত সময়ের মধ্যে কোন সুরাহা হয়নি। ফলে, বুধবার রাত ১২টার পর শাটডাউন শুরু করবে মার্কিন সরকার। ডেমোক্র্যাটদের স্বাস্থ্যসেবা তহবিল বাড়ানোর দাবিকে কেন্দ্র করে ঝুলে যায় এই আলোচনা। প্রায় সাত বছর আগে ইতিহাসের দীর্ঘতম ৩৫ দিনের শাটডাউনের কবলে পড়েছিল যুক্তরাষ্ট্র। নতুন শাটডাউনে একাধিক ফেডারেল দফতর ও সংস্থার কাজ থেমে যেতে পারে। এতে প্রভাব পড়বে লাখ লাখ সরকারি কর্মীর ওপর। ট্রাম্প আলোচনায় ব্যর্থতার জন্য ডেমেক্র্যাটদের দায়ী করেন। শাটডাউনের সময় সরকারি চাকরিতে কাটছাঁটের মাধ্যমে এই দলটিকে এবং এর ভোটারদের ‘শাস্তি’ দেওয়ার হুমকিও দেন তিনি। ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, আমরা অনেক কর্মী ছাঁটাই করব, এতে তাদের অনেক ক্ষতি হবে। তবে অবশ্যই তারা ডেমোক্র্যাট ও ডেমোক্র্যাটই হবে। তিনি আরও যোগ করেন,...