জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্টে হাড্ডাহা্ড্ডি লড়াই শেষে নাটকীয় জয় পেয়েছে খুলনা। তার আগে দাপুটের সঙ্গে আসরে নিজেদের জয়ের হ্যাটট্রিক পূর্ণ করে চট্টগ্রাম বিভাগ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হওয়া দুই ম্যাচের সেরা খেলোয়াড় হন মাহমুদুল হাসান জয় এবং জিয়াউর রহমান। দিনের প্রথম ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করেছিল বরিশাল। উদ্বোধনী জুটিতে আসে ৪০ আর দ্বিতীয় উইকেটজুটিতে আসে ৩০ রান। এর পরই খেই হারায় দলটি। চট্টগ্রামের বাঁহাতি পেসার মেহেদী হাসান রানা ৪ উইকেট নিয়ে বরিশালের ব্যাটিং লাইনআপ ভেঙে দেন। তার সঙ্গে ২টি উইকেট নেন হাসান মুরাদ ও ১টি উইকেট নেন মোহাম্মদ রুবেল। শেষ পর্যন্ত ৭ উইকেটে ১২৮ রান তুলতে পারে বরিশাল। দলের হয়ে ইফতিখার হোসেন ইফতি ২৬ বলে সর্বোচ্চ ৩৩ ও ফজলে মাহমুদ ২৯ বলে ২৬ রান...