রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা ১নং আশ্রয়ণ প্রকল্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি ঘর ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) গভীর রাতে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা জানান, রাত ৩টার দিকে ৭ নম্বর শেডে হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে বসবাসরত ১০টি পরিবার প্রাণ বাঁচাতে কোনোমতে বের হতে পারলেও ঘরের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, এতে অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার (১ অক্টোবর) সরেজমিনে দেখা যায়, আশ্রয়ণ প্রকল্পের পুরো শেড ছাই হয়ে পড়ে আছে। কেউ পোড়া জিনিসপত্র খুঁজে দেখছেন, কেউবা আহাজারি করছেন। এমনকি এক শিশুকে নিজের পোড়া বই খুঁজে বের করতে দেখা গেছে। ক্ষতিগ্রস্ত বাসিন্দা শাবানা বেগমের টিনের ট্যাংকির ভেতর পুড়ে যাওয়া...