জনগণ নির্বাচিত সংসদ ও সরকার দেখতে চায় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরের রনদা প্রসাদ সাহার দুর্গা মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, পিআর পদ্ধতি কেউ চাইতেই পারে। এটি বিএনপি দেওয়ার কেউ না অন্য দলেরও দেওয়ার কেউ না। আমরা যেখানে ঐকমত্য হয়েছি, তার বাইরে যদি কেউ কিছু চায় সেটার অধিকার আছে। কিন্তু সেটি করতে হলে তাদের জনগণের কাছে যেতে হবে এবং আগামী নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসতে হবে। এর বাইরে কিছু করার নেই।তিনি বলেন, আগামী নির্বাচন যথা সময়ে না হওয়ার কোনো সুযোগ নেই। জনগণ নির্বাচনের দিকে তাকিয়ে আছে। একটি নির্বাচিত সংসদ ও সরকার দেখতে চায় তারা।বিএনপি...