উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা এবং প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। ইউরোপের সেরা দুটি দলের মুখোমুখি লড়াই নিয়ে তুমুল আগ্রহ ফুটবলপ্রেমীদের মধ্যে। বাংলাদেশ সময় আজ রাত ১টায় বার্সার মুখোমুখি হবে দুই দল। ১৭ মাস আগে তাদের শেষ মুখোমুখি লড়াইতে, বার্সেলোনা ফরাসি রাজধানীতে ৩-২ গোলে জয় পেয়েছিল এবং ফিরতি খেলায় বার্সেলোনায় গিয়ে স্বাগতিকদের ৪-১ গোলে হারিয়েছিল পিএসজি। দুই লেগ মিরিয়ে ৬-৪ গড় গোলে জয় নিশ্চিত করে পিএসজি। সেই লড়াইয়ে মোট ১০ গোল দেখা গিয়েছিল। এবারও ম্যাচে ফোকাস রয়েছে চোটের কারণে অনুপস্থিত খেলোয়াড়দের ওপর। বার্সেলোনার রাফিনহা, গাভি, ফারমিন লোপেজ এবং পিএসজির মারকুইনহোস, দেজিরে দুয়ো এবং খ্ভিচা খভারৎসকেলিয়া নিশ্চিতভাবে খেলতে পারছেন না। এছাড়াও হোয়াও নেভেস, ফ্যাবিয়ান রুইজ এবং ভিতিনহাকে নিয়েও কিছু সংশয় রয়েছে। পিএসজির কোচ লুইস এনরিকের বার্সেলোনার বিরুদ্ধে অতীত অভিজ্ঞতা...