দেশে ফিরে বিমানবন্দরে দুর্ভোগ ও জনমনে বিরক্তি সৃষ্টি করায় যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিককে সতর্ক নোটিশ দেওয়া হয়েছে। বুধবার (১ অক্টোবর) এম এ মালিককে এ নোটিশ দেওয়া হয় বলে বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্র জানিয়েছে। নোটিশে এম এ মালিককে উদ্দেশ্য করে লেখা হয়েছে, আপনি বিদেশ থেকে দেশে আসা-যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বা সিলেট ওসমানী বিমানবন্দরে অসংখ্য লোক সমাগম করেন- যা অপরিণামদর্শী কাজ। এতে জনদুর্ভোগ তীব্রতর হয়। আপনার অবিবেচনাপ্রসূত এই কর্মকাণ্ডে বিমানবন্দরে অসংখ্য যাত্রীকে বিড়ম্বনা ও কষ্টকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়। আরও পড়ুনকিছু উচ্চাভিলাষী নেতা পিআর প্রবর্তনের চেষ্টা করছেন: এম এ মালিক নোটিশে বলা হয়, আগেও আপনি বিমানবন্দরে মাত্রাতিরিক্ত লোক সমাগম ঘটিয়ে আশপাশের সড়কে তীব্র যানযটের সৃষ্টি করেন। দলের একজন দায়িত্বশীল নেতা হিসেবে আপনার এ...