রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে বাংলাদেশ রাষ্ট্রের চেয়েও পুরোনো দলটি সাধারণ মানুষের কাছে অনেকটাই অপরিচিত। প্রায় ৫৬ বছর আগে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয় লীগ। তখন তাদের প্রতীক ছিল লাঙ্গল। যদিও দলটি প্রতিষ্ঠার সময় নিবন্ধনের কোনো নিয়ম ছিল না। তাই এখন নিবন্ধন সঙ্গে সঙ্গে তাদের আগের সেই প্রতীক ফিরে পেতে চাইছেন তারা। জানা গেছে, পূর্ব পাকিস্তানের সাবেক মুখ্যমন্ত্রী আতাউর রহমান খানের নেতৃত্বে ১৯৬৯ সালের ২০ জুলাই গঠিত হয় ‘জাতীয় লীগ’। ১৯৭০ সালের পাকিস্তান জাতীয় পরিষদ নির্বাচনে ঢাকা-৩ আসন থেকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন আতাউর। তবে ১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় লীগের হয়ে ঢাকা-১৯ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তার প্রতীক ছিল লাঙ্গল। আতাউর পরে শেখ...