গণহত্যায় জড়িত আওয়ামী লীগকে নির্বাচনে ফেরাতে দেশ-বিদেশে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক ও কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) প্রার্থী আবু হানিফ। মঙ্গলবার সন্ধ্যায় কিশোরগঞ্জ শহরের শ্রী শ্রী কালীবাড়ির পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। আবু হানিফ বলেন, অন্য যে কোনো সময়ের চেয়ে এবার শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন হচ্ছে। সরকার এখন পর্যন্ত সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করেছে, এজন্য সরকারকে ধন্যবাদ। তিনি বলেন, আওয়ামী লীগের আমলেও এমন উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন হয় নাই। পূজার সময় নানাভাবে সাম্প্রদায়িক উসকানি থাকত। এখন আওয়ামী লীগ পলাতক, ভারতে থেকে তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশের মানুষ নিষিদ্ধ দল আওয়ামী লীগের ফাঁদে পা দেবে না। বাংলাদেশ সব ধর্মের মানুষের জন্য নিরাপদ আশ্রয়স্থল। এভাবে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে...