এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এরিয়া লিডার কাজী সাইফুল, মাল্টিপল চেয়ারপার্সন আশরাফ হোসেন হিরা, লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫ এ১ জেলা গভর্নর একেএম গোলাম ফারুক, প্রথম ভাইস জেলা গভর্নর ও অক্টোবর সেবা কর্মসূচীর চেয়ারপার্সন নওজাত সারওয়াত ইসলাম, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর ড. আবুল হোসেন খন্দকার, ক্যাবিনেট সেক্রেটারি মিজানুর রহমান মিজান, ক্যাবিনেট ট্রেজারার সাইদুর রহমান খান প্রমুখ। উদ্বোধনী দিনের সকালটা যেন হয়ে উঠেছিলো মানবতার এক মহোৎসব। চারপাশ মুখর ছিলো লায়নদের প্রাণচাঞ্চল্যে, সেবার অঙ্গীকারে। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনার দায়িত্বে ছিলেন অক্টোবর সেবা কার্যক্রম কমিটির সদস্য সচিব লায়ন কে. এম. আকতার হোসেন। তিনি পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তুলেন। উদ্বোধনী বক্তব্যে আন্তর্জাতিক পরিচালক নাজমুল হক বলেন, ‘সেবা কোনো একদিনের দায়িত্ব নয়, এটি প্রতিদিনের চর্চা। লায়ন্স গত ১০৮ বছর ধরে বিশ্বব্যাপী নিঃস্বার্থ সেবার এক অনন্য ইতিহাস...