রাতে তিনি কুমুদিনী কমপ্লেক্সে পৌঁছালে কুমুদিনী কল্যাণ সংস্থার এমডি রাজিব প্রসাদ সাহা ও কুমুদিনী পরিবারের সদস্য এবং টাঙ্গাইল জেলা ও মির্জাপুর উপজেলার বিএনপির নেতারা তাকে শুভেচ্ছা জানান।কুমুদিনী কমপ্লেক্স ও পূজামণ্ডপ পরিদর্শনের সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে আমীর খসরু মাহমুদ বলেন, গত ১৬ বছর আমরা একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য আন্দোলন সংগ্রাম করেছি। এখন সময় এসেছে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের। দেশকে বাঁচাতে হলে নির্বাচনের কোনো বিকল্প নেই। তাই আগামী ফেব্রুয়ারিতে অবশ্যই নির্বাচন হতে হবে এতে কোনো সন্দেহ নেই।দুই গরুর সমান বোঝা টেনে সংসার চলে পরিমলেরতিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশ ঐকমত্যের ভিত্তিতে বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে এবং নতুন নতুন পরিকল্পনা ও চিন্তা নিয়ে দেশের কল্যাণে কাজ করবে।এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক...