ইলিশ সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনা এবং মাছ আহরণকারী জেলেদের ন্যায্য দাম নিশ্চিত করার পাশাপাশি মধ্যস্বত্তভোগীদের দৌরাত্ম্য কমাতে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ১৩টি সুপারিশ করেছে। মূলধন স্বল্পতার কারণে জেলেরা উচ্চ সুদে দাদন প্রদানকারীদের শরণাপন্ন হয়।দাদন প্রদানকারীদের দৌরাত্ম্য কমাতে সহজ শর্তে জামানতবিহীন ব্যাংক ঋণ এবং ক্ষুদ্রঋণের ব্যবস্থা করে জেলেদের আর্থিক সক্ষমতা বৃদ্ধির ব্যবস্থা করার সুপারিশ করেছে সরকারি এ সংস্থাটি। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিএটিসি) বাজারে ইলিশের দাম সাধারণ ক্রেতার ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ার পেছনের কারণ খুঁজতে গিয়ে এক সমীক্ষা চালায়। এতে দেখা যায়, স্থানীয় বাজারে ইলিশ বিক্রি করে ব্যবসায়ীরা অস্বাভাবিক মুনাফা করছে বলে ক্রেতারা অভিযোগ করে। এই প্রেক্ষাপটে ট্যারিফ কমিশন ইলিশের আকার অনুযায়ী দাম নির্ধারণ করে দেওয়ার জন্য সুপারিশ করেছে। এই সুপারিশটি বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে...