০১ অক্টোবর ২০২৫, ০৯:৪২ পিএম | আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ০৯:৪২ পিএম বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, দুর্গাপূজায় পুরো সমগ্র বাংলাদেশে দুই লাখের উপরে প্রতিটি মন্ডপে দায়িত্ব পালন করছে৷ বিভিন্ন ঝুঁকি বিবেচনায় আনসার সদস্য দায়িত্ব পালন করছে ৷ যে কোন দুর্ঘটনা, যড়যন্ত্রমূলক যে কোন কর্মকাণ্ডের সাথে সাথে রেসপন্স করছে৷ এখনকার আয়োজন ছিলো খুবই সমন্বিত। প্রতিটি বাহিনীর সদস্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। এতে নতুন একটি ধারা তৈরি হল, গত এক বছরে আমাদের সবচেয়ে বড় অর্জন।বুধবার বিকেলে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার প্রাচীন রনদা প্রসাদ সাহা দুর্গা মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি আরো বলেন, এই ধারা যদি চলমান থাকে আসামীতে আমরা যে চ্যালেঞ্জগুলো মনে করেতেছি, এই চ্যালেঞ্জ গুলো সহজেই মোকাবেলা করতে...