০১ অক্টোবর ২০২৫, ০৯:৩৫ পিএম | আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ০৯:৩৫ পিএম ১২ লাখ প্রান্তিক মানুষের জীবন-জীবিকা নির্ভর করছে চার দশক আগে প্রতিষ্ঠিত দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উদ্দীপন’র প্রশাসকের ওপর। তবে বর্তমানে সংস্থাটি পরিকল্পিত দখলের শিকার বলে জোরালো অভিযোগ উঠেছে। আশ্চর্যজনকভাবে, এই দখলের অভিযোগের আঙুল উঠেছে খোদ সংস্থার শৃঙ্খলা ফেরাতে সরকার থেকে নিয়োগপ্রাপ্ত প্রশাসকের দিকেই। এছাড়া সাবেক সচিব ও ও বর্তমান গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)-এর বোর্ড চেয়ারম্যান এবং ‘উদ্দীপন’ এনজিও’র প্রশাসক এ এইচ এম নূরুল ইসলাম একাধিক অনিয়ম, তথ্য পাচার ও ষড়যন্ত্রমূলক কর্মকান্ডের অভিযোগে আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। নির্বাচন আয়োজনের একটি সংক্ষিপ্ত ও সুনির্দিষ্ট দায়িত্ব নিয়ে আসা প্রশাসক প্রায় নয় মাস ধরে সংস্থাটিকে কার্যত নিজের নিয়ন্ত্রণে রেখে দিয়েছেন। এই দীর্ঘ সময়ে তিনি কেবল নির্বাচন আয়োজনেই ব্যর্থ...