০১ অক্টোবর ২০২৫, ০৯:০১ পিএম | আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ০৯:০২ পিএম খাগড়াছড়ি জেলা সদরের শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরসহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ২০৩ পদাতিক রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জনাব হাসান মাহমুদ। বুধবার (১ অক্টোবর) সকাল থেকে তিনি জেলায় বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখেন ও উপস্থিত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পার্বত্য অঞ্চলকে যারা অস্থিতিশীল করতে চায় সার্বভৌমত্বের প্রশ্নে তাদেরকে বরদাশত করা হবে না। পাহাড়ে বসবাসরত সকল সম্প্রদায়ের শান্তি সম্প্রীতি রক্ষায় কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। সনাতন ধর্মের লোকজন যেন নির্বিঘ্নে তাদের পূজা উদযাপন করতে পারে,তাদের নিরাপত্তায় আইনশৃঙ্খলার পাশাপাশি নিয়োজিত সেনাবাহিনী। এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্নেল খাদেমুল ইসলাম ও খাগড়াছড়ি রিজিয়নের জিটু আই মেজর কাজী মোস্তফা আরেফিন। এসময় শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরের সাধারণ...